Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • নেটওয়ার্কিং সিসিএনএ পার্ট-৩ IP addressing

নেটওয়ার্কিং সিসিএনএ পার্ট-৩ IP addressing

আজকে আমরা নেটওয়ার্কিং সিসিএনএ এর ৩য় পর্ব নিয়ে আলোচনা করবো; আপনাকে এজন্য অবশ্যই নেটওয়ার্কিং সিসিএনএ এর ১ম এবনং ২য় পর্ব শেষ করতে হবে;

TCP/IP

টিসিপি/আইপি হলো ইন্টারনেট ব্যবহারের জন্য প্রটোকল স্যুট ; এই প্রটোকল স্যুটে দুটি প্রটোকলের নাম দেওয়া হয়েছে; এই প্রটোকল দুটি হলো : ট্রান্সমিশন কন্ট্রোল প্রটোকল (TCP) ;ও ইন্টারনেট প্রটোকল (IP);TCP ব্যবহৃত হয় কানেকশন-অরিয়েন্টেড নির্ভরযোগ্য ট্রান্সমিশন সার্ভিসের জন্য; আর IP ব্যবহৃত হয় ওই নেটওয়ার্কের প্রতিটি হোস্টের এড্রেস নির্ধারণের জন্য;

টিসিপি কি?

টিসিপি হলো ট্রান্সমিশন কন্ট্রোল প্রটোকল ; ইহা কানেকশন ওরিয়েন্টেড একটি একুনলেজ সিগন্যাল এর মাধ্যাম কানেকশন তৈরি করে থাকে;

চলুন এবার আই পি নিয়ে আলোচনা করি….

আইপি কি?

টিসিপি/আইপি নেটওর্য়াকে প্রতিটি হোস্টকে একটি নম্বর দিয়ে নির্দেশ করা হয়; এই নম্বরেই হলো আইপি যা ৩২ বিটের হয়ে থাকে ;এই ৩২ বিট, ৮ বিট করে ৪টি ভাগে ভাগ করা থাকে ;

আইপিগুলোকে ৫টি ভাগে ভাগ করা হয়েছে

১. ক্লাস-এ

২. ক্লাস-বি

৩. ক্লাস-সি

৪. ক্লাস-ডি

৫. ক্লাস-ই

ক্লাস

নেট হোস্ট হোস্ট হোস্ট
৮ বিট ৮ বিট ৮ বিট ৮ বিট

শুরু : ০

শেষ : ১২৭

যেসব আইপি এড্রেসের প্রথম বিট শুন্য(০) সেগুলো ক্লাস এ এর অর্ন্তগত; এধরনের আইপি এর ক্ষেত্রে প্রথম ৮ বিট নেটওয়ার্ক আইডি আর বাকি ২৪ বিট হোস্ট আইডি;

যদি নেটওয়ার্ক আইডি এর সংখ্যা কম আর হোস্ট আইডির সংখ্যা বেশি প্রয়োজন হয় তাহলে আমরা ক্লাস-এ এর আইপি সিলেক্ট করব;

ক্লাসবি

নেট নেট হোস্ট হোস্ট
৮ বিট ৮ বিট ৮ বিট ৮ বিট

শুরু : ১২৮

শেষ : ১৯১

এই ক্লাসের আইপি এড্রেসের প্রথম দুইটি বিটের মান হবে ১০;এধরনের আইপি এর ক্ষেত্রে প্রথম ১৬ বিট নেটওয়ার্ক আইডি আর বাকি ১৬ বিট হোস্ট আইডি;

যদি নেটওয়ার্ক আইডি এর সংখ্যা যে রকম প্রয়োজন পাশাপাশি  হোস্ট আইডির সংখ্যাও প্রায় সমপরিমান প্রয়োজন হয় তাহলে আমরা ক্লাস বি এর আইপি সিলেক্ট করব;

ক্লাসসি

নেট নেট নেট হোস্ট
৮ বিট ৮ বিট ৮ বিট ৮ বিট

শুরু : ১৯২

শেষ : ২২৩

এই ক্লাসের আইপি এড্রেসের প্রথম তিনটি বিটের মান হবে ১১০; এধরনের আইপি এর ক্ষেত্রে প্রথম ২৪ বিট নেটওয়ার্ক আইডি আর বাকি ৮ বিট হোস্ট আইডি;

যদি নেটওয়ার্ক আইডি এর সংখ্যা বেশি আর হোস্ট আইডির সংখ্যা কম প্রয়োজন হয়; তাহলে আমরা ক্লাস-সি এর আইপি সিলেক্ট করব;

ক্লাসডি

এটি একটি বিশেষ ধরনের ক্লাস যাকে বলা হয় মাল্টিকাস্ট নেটওয়ার্ক;কোন হোস্টনেটওয়ার্কের সকল রাউটারকে খু‍জে পাওয়ার জন্য এধরনের আইপি ব্যবহিত হয়। এই ক্লাস ২২৪ থেকে ২৩৯ পযর্ন্ত;

ক্লাস

এই ক্লাসের আইপি গুলো সাধারণত বৈজ্ঞানিকগবেষনা কাজে ব্যবহিত হয়ে থাকে;এই ক্লাস ২৪০ থেকে ২৫৫ পযর্ন্ত;

একটি বিষয় জানা থাকা দরকার আইপি কিন্তু ২ ধরনের হয়ে থাকে ;

প্রাইভেট আইপি;

পাবলিক আইপি;

প্রাইভেট আইপি এর রেঞ্জ হলো

ক্লাস এ এর ক্ষেত্রে-১০.০.০.১ থেকে ১০.২৫৫.২৫৫.২৫৪

বি ক্লাস এর জন্য -১৭২.১৬.০.১ থেকে ১৭২.৩১.২৫৫.২৫৪

ক্লাস সি তে -১৯২.১৬৮.০.১ থেকে ১৯২.১৬৮.২৫৫.২৫৪

এছাড়া বাকি আইপি গুলো হলো পাবলিক আইপি;

সবশেষে টিসিপি /আইপি মডেল যে লেয়ার গুলো নিয়ে কাজ করে ; তা হলো

৪. এপ্লিকেশন

৩. ট্রান্সপোর্ট

২. ইন্টারনেট

১. নেটওয়ার্ক ইন্টারফেস

 

 

 

Read More:

সিসিএনএ নেটওয়ার্কিং পার্ট-২

সিসিএনএ নেটওয়ার্কিং পার্ট-৪

Leave A Comment